With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Tuesday, April 3, 2012

কিন্তু, করনি


হেসে উড়িয়ে দিতে পারতে,
কথার ছলে ভুলিয়ে দিতে পারতে;
এক বসন্তে পলাশ গাছের তলায়,
লাল মাটি চিনিয়ে দিতে পারতে।

মনের গভীরতাকে আলোকবর্ষ বলতে,
যদি স্কেলটা নিজের কাছে রাখতে।
সম্পর্কের আয়তনটা খুঁজতে গিয়ে
চিনির দানায় এক ঘনক ভালবাসা পেতে।

দুই ঠোঁটের নিদারুন উত্তাপে,
আমার ওষ্ঠ ভিজিয়ে দিতে পারতে;
জ্যোৎস্না ভেজা আধশোয়া অলস বিছানায়,
সাদা চাদরে অমাবস্যা ঘনাতে পারতে।

নিঃশব্দ ফোনের ব্যাকুলতাকে যদি
অনায়াসে ঝড়ের মর্মর ধ্বনি দিতে,
আজ মধ্যমার অগ্রভাগে তবে, এক
বিন্দু জলে নিজেকে চিনে নিতে।

বইটা না হয় খুলে রেখে যেতে,
যখন ছাদে বৃষ্টিকে আগুন দিতে।
প্রতিটি রোমের দ্রুত কম্পাঙ্ককে,
যুক্তাক্ষরে যাচাই করে নিতে!

আবেশকে সূক্ষ্ম আবেগ বলে যদি,
নীল বোতামের ব্যাসে জায়গা দিতে;
প্রসারিত দুই হাতের পাতা দিয়ে,
না হয়, সাদাকালো পায়রা উড়িয়ে দিতে।

আমার ছায়ার অবতলে থেকে,
নিজের ছায়াকে কেন্দ্রীভূত করে নিতে;
পীড়ন তোমার হৃদয় অন্তস্থলে,
আমার অনুরণনকে একবার মেনে নিতে!

সহজ কথা খুব সহজে বলতে গিয়ে,
না হয়, একবার ক্ষমা করে দিতে;
সময়সীমা আরও কয়েক ঘণ্টা,
যদি ট্যাক্সিটা ঘুরিয়ে নিতে পারতে।

2 comments: