With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Friday, April 6, 2012

আমার নারী, তুমি আজ কবিতাশূন্য


নারী, এক ধারনা, এক গভীর রাতের সপ্তাহান্তে
মায়াহীন নিস্পলকে উদ্বায়ী মরীচিকার কণ্ঠস্বর;
বৃত্তাকার জীবন পরিধির অল্প বিস্তৃত ক্লান্তিহীন
সরলরেখায় এক ক্ষণস্থায়ী জলসত্র হল নারী।
নারী, নাড়ি; নারী, অকারন ভয়; নারী, ঈর্ষা।
কোচিঙের খাতার শেষ পাতায় আনমনে টানা
কালির আঁচর নারী; নারী, কৈশোরের দ্বন্দ্ব, চয়নিকা।
যুগের কালগর্ভে শেষ প্রদীপ হাতে, ছেঁড়া ক্যানভাসে
তুলির টান নারী; দ্বিতীয়ার চাঁদ নারী, অদ্বিতীয়া।
নারী লজ্জাবতীর সিস্মোন্যাসটিক চলন, বসন্তে রাধাচূড়া।
স্মৃতির প্রিয় শূন্য রাস্তাকে আঁকড়ে শুয়ে থাকার
অনুভব কিন্তু নারী; পৃথিবীর শেষ প্রান্তে একা দাঁড়িয়ে
হিমশীতল উষ্ণতা নারী; নারী, ঘূর্ণিঝড়ে হারিয়ে
যাওয়া নাবিকের অন্তিম ইচ্ছা; ঘোর শেষে আশ্রয় নারী।
সব হৃদস্পন্দন একসাথে অনুরণিত হওয়ার শক্তি নারী।
নারী, ভুলিয়ে দেওয়া সব যন্ত্রণা, দিন বদলের গান;
তবু  আমার নারী, তুমি আজ কবিতাশূন্য।

No comments:

Post a Comment