With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Friday, March 30, 2012

ক্লান্তি বিলাস


গভীরে যেও না, আর গভীরে যেও না;
চোখবন্ধ রসাতলে বিমূর্ত যন্ত্রণা।

হাত বাড়ালেই শত্রু পাবে, হাস্যকর মেলবন্ধন;
মন্তব্যে জৌলুস শুধু, খালি কলসির বিবরণ।

পুলুকে অপু লিখবে না চিঠি, অপেক্ষারা শ্রান্ত;
ফাঁকা রেড রোডে হাঁটবে কে? শুধু নীল -সাদা যন্ত্র।

মিছিল নয় আদর্শবান; বেলুনের গ্যাসের ফেরারি মন;
সত্যি কিছু দিতে পারি? পাহাড়মহলের শোভা রডডেনড্রন।

দাবার কোর্টে যুগে যুগে  চৌষট্টি ঘরের ফিরিস্তি;
দুই রাজার কটাক্ষ, শেষে এক মন্ত্রীর কিস্তি।

চাইলে তুমি পারবে না থাকতে একলা নিজের মত,
পনেরোয় হারাবে কৈশোর, পঁচিশে যৌবন, বাকিটা টাকার শর্ত।

মানুষের ভিড়ে হাঁটছে রোজ কত স্বপ্নহীন শঙ্কর;
চাঁদের পাহাড়ে জ্যোৎস্না নেই, চরকা বুড়ির কালো ঘর।

বিলোপ পেয়েছে ঘুলঘুলির চড়াই, যুগের ভারসাম্য বিলুপ্ত;
ক্লান্ত অক্ষর, প্রশ্ন চিহ্ন, ছাপাকল, দৈনিক সংবাদপত্র।

চাই না ছাপোষা, মরে বাঁচার আশা, অপবাদ পদে পদে;
তবু লিখতে বসলে, সেই ফিরে আসে, বিলাসিতা ক্লান্ত হৃদে।

No comments:

Post a Comment