With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Wednesday, March 21, 2012

শ্যাওলা


শ্যাওলা আমার বুকের ভিতর, পিছল রাস্তা, সাবধানে হেঁটো।
পারলে ঝুঁকে একটু শ্যাওলা হাতে নিয়ে দেখো, কত সবুজ!
মনে পড়ে যাবে ছেলেবেলার ঝুলন; সেই মিছিমিছি
আমাদের বাড়ির সামনের মাঠটা আমরা ঢেকে দিতাম
শ্যাওলা দিয়ে, স্বপ্ন দিয়ে, নরম দাম্পত্যহীন ভালবাসা দিয়ে।

তারপর যখন বৃষ্টি নামত, নিজের মনে তাকিয়ে থাকতাম;
জোড়া সুপারি গাছের গা বেয়ে নামা জলের স্রোত
আকণ্ঠ পান করত শ্যাওলারা; আর বৃষ্টির সাথে
চোখের জল ফেলত এক ফোঁটা করে, অবাধে,
অনবরত আমার পুরানো কার্নিশের শ্যাওলাগুলো।

ছিল এক সবুজ পাঁচিল; শ্যাওলা আবৃত পাঁচিল,
ক্ষয়িষ্ণু, দুই মনের মাঝখানে ; দুই মনের ভাষাহীন
অভিমান শুষে শ্যাওলারা আজ শুকিয়ে গেছে।

No comments:

Post a Comment