With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Thursday, November 24, 2011

ফেরা

ফিরছে আবার কৈশোরের গান, হাজার স্বপ্ন রঙিন ;
কিছু না বোঝা দ্বন্দ্ব ফেরাতে চাই, বাম বা দক্ষিণ।

ফেলে আসা বোকামোর, ফেলে আসা ভীরুতার মূল্য কি আছে আজ?
ফেরাতে চাইনি বুক পকেটের চিঠি, শুধু মনে কাগজের ভাঁজ।

ফেরানো যাবে না সেই উষ্ণ কফির কাপে শীতল ঠোঁটের ছাপ;
শুনেও শুনিনি ফেরত পাঠানো কিছু কবিতার সংলাপ।

কিছু আনকোরা গল্পের অকুত প্রাণ ফিরে পায় নতুন জীবন,
হঠাৎ করে খুঁজে পাই যদি আজ প্রথম শিশিরস্নাত মন।

ফিরিয়েছ যেদিন তোমার দরজা থেকে একটা বেকার পাগলামি,
অতীত হয়েছে সেদিন তিন শালিকের গল্প, বুঝতে পারনি তুমি।

ফেরানো যায়না আজ, কাল, পরশু, একমুখী জীবনের গান;
মরে যায় ক্রমাগত রোজনামচায় , কালো গোলাপের পুরনো ঘ্রাণ।

পারবে ফেরাতে ? ফেলে দেওয়া কলমের প্রথম কালির  রঙ!
তাই ফিরে আসার গল্প ফেরার হয়ে যায়, বেঁচে থাকে শুধু ভ্রম।



No comments:

Post a Comment