With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Wednesday, November 16, 2011

ছায়ায় ছবির জগৎটা

হেসে উড়িয়ে দিয়েছিলে আমার কথা, যখন বলেছিলাম
পৃথিবীর দুটো রঙ- সাদা আর কালো।
আমি তো লুই এর মতো বলিনি, পৃথিবীটা অদ্ভুত সুন্দর;
সমুদ্র তীরে ভেজা বালিতে ফেলে আসা পদচিহ্ন গুলো
মিলিয়ে যায়; কৈশোরের প্রাক্কালে প্রথমবার পালিয়ে সমুদ্র দেখা;
অথবা সেই যুবতীর স্বপ্নে নিজের আদর্শ হারাও,
যদি সে তার সব হারায় তোমাকে স্বপ্ন দেখাতে।

এবার যদি মেনে নেই, পৃথিবীর তিনটে রং-সাদা, নীল ও লাল।
অনেকবার ভেবেছি, পথের স্বপ্নগুলোকে নীল দেখাতে;
শুধু লাল স্ট্রবেরিগুলো উন্মত্ত হোক সাদা পর্দায়।
তখনই এক ঝাঁক পায়রা উড়ে যাক,আকাশে চক্কর খেয়ে,
ফিরে এসে বসুক একই জায়গায়;প্রতি মৃত্যুর দরজায়।
একটা রেল গাড়িকে খুব কাছ থেকে দেখেছিলাম বরফের শহরে;
কালো ধোঁয়া উড়িয়ে চলেছিলো, ঠিক যেমন কাশের বনে দেখেছিলাম।
তখন পৃথিবীর রঙ পুরো সাদা, কারন সব রঙ মিশে গিয়েছিলো।

ব্যাবিলন সভ্যতার কিছু অংশ যদি আজও ছড়িয়ে দেই পৃথিবীর সব প্রান্তে,
তবু পাগল যাযাবর হতে পারব না , সালভাদোরের ছবির মতো।
দৌড়াতে পারব না জঙ্গলে, নগ্ন হয়ে, এক নারীর জন্য;
মরতে পারব না  মদিগ্লিয়ানির মতো অত সস্তায়।
ফিরিয়ে দেখতে চাইনি, অপ্রয়োজনীয় মনে হয়েছিল
তোমার আব্রুহীন শরীর; ঘুরিয়ে দেখলাম সব ঘটনা।
আজও সহজ ভাষায় বলি, পৃথিবীর দুটি রঙ-
কারন সাদার দোসর কালো।







No comments:

Post a Comment