With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Saturday, December 3, 2011

রবিবার গুলো, কাল ও আজ

ঘুম ভাঙ্গত ঠিক ছটায়, চোখ রগড়ে উঠে,
জোর করে দুধ ঠিকই খেতাম,দু এক ঘা পিঠে।

চলল গাবলু সবজি বাজার, ছোট্ট একটা ব্যাগ হাতে,
আলু, পটল, ঝিঙ্গে, উচ্ছে, একটি করে পুরত তাতে।

বাজার শেষে রিক্সা চেপে বাবার পাশে বসে,
বাবার মতো, বাজার করি আমিও সপ্তাহ শেষে।

"লাট্টু, জলদি, রামায়ণ শুরু", ফিরতেই জ্যাঠার হাঁক,
TV  চলছে, মুখে লুচি, ছোলার ডাল আর কড়াপাক।

ভুলক্রমে দাদু যদি উপস্থিত কোনও রবিবার,
রাম আমি সাজবই, তীর- ধনুকের আবদার।

বারংবার রান্নাঘরে উঁকি, মা রাঁধছে কোন মাছ?
অপছন্দ! তবে জ্যাঠাইমার কাছে দুপুরের খাওয়া আজ।

গাবলু একটু বড় হলে, খাতা রঙ পেন্সিল হাতে,
দাঁড়ি চুলকিয়ে গোপালদা আঁকা শেখাত বারান্দাতে।

রামায়ণ শেষ, মহাভারত শুরু, DD ই সবার প্রাণ।
বুঝিনি তখন কত Politics, কৃষ্ণের ঘ্যান ঘ্যান।

মোটা কাঁচের চশমা চোখে gate এ অপেক্ষায়;
সিনহেশ্বর, family নাপিত, রবিবার বারোটায়।

বিকেল চারটে, বাংলা ছবি, মায়ের কোলে এলিয়ে শুয়ে,
বাঁচুন উত্তম-সুচিত্রা Black & White এ, আজ একটু একঘেয়ে।

পড়াশোনাতে লবডঙ্কা, চিন্তায় সবাই, কিভাবে হবে পার?
স্কুলে গোটা সপ্তাহ সাধুর ঝাড়, শান্তি শুধু রবিবার।

কমতে থাকে আকর্ষণ, বয়সের সাথে সাথে,
কেবল excellent lunch must be done , রবিবার দুপুরেতে।

ছিল সুন্দর ঘুম,after lunch, শীতের রবি দুপুর,
পূজাবার্ষিকী খোলা পাশে, জানলা দিয়ে রোদ্দুর।

কলেজ জীবন ভুল রাস্তায়, প্রেমিকার আগমন,
Sunday ই funday জানু, নিকো কিমবা নলবন।

এর পরেতে Sunday কেবল Buffer day হিসেবেই রয়।
শনিবারের hangover কাটাতেই চলে যায়।


আজ গাবলু সকাল দশটায় চোখ রগড়ে উঠে,
কিভাবে সব কাটাচ্ছে Sunday ,কেবল দেখে Timeline এতে।










3 comments:

  1. Brilliant.But Sunday memories are flooding back with a touch of sadness.Amader ei generation'tar chhotobelar smriti-gulor ekta significant uniformity achhe and thats how we connect to each other so seamlessly.Khubi valo hoyechhe.

    ReplyDelete
  2. Khub bhalo hoechhe! Puronor din er kotha mone pore gelo. I could relate my childhood days. Hah, those were the days.

    ReplyDelete