With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Thursday, September 8, 2011

খাঁচা

ভিতরে বাইরে উত্তপ্ত হোয়ে উঠছে সময়।
পায়ের তলা ফোসকাতে ভরা, দাঁড়াতে পারছি না,
তবু দাঁড়াতে হচ্ছে।

মাংসপেশিতে রক্তের ধারা ক্ষীণ থেকে ক্ষীণতর।
কার আবদারে বসে আছি, থাকতে হচ্ছে,
কেবল স্বপ্নের ডানার রঙ ফ্যাকাসে হোয়ে আসছে।

ওরা বলে, তুই কোন আকাশ দেখবি?
আকাশ তো কালো, পাতা সব হলুদ,
বরং আমাদের মনের অন্ধকারে থাক।

ওদের উন্মক্ততা নগ্ন, বিষময়; আমার মনের আলোয়।

No comments:

Post a Comment