With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Sunday, August 7, 2011

বন্ধু (যদি তুমি আসতে, তখন )


রাতের স্বপ্নে ভেজা বালিশ ছেড়েছি যখন, ৮ টা বেজে গেছে।
জানলার কার্নিশে বরফ গলা জলের বিন্দু গুলো রৌদ্রস্নানে মত্ত,
দেশ ছাড়ার ঠিক আগের মুহূর্তের তোমার কথাগুলো আজও মনে পড়ছিল,
সকালের traffic এ আটকে পড়েছি।

কি নিয়ে যাব আজ তোমার জন্য? ফুল? না ......
আমার তো কিছু নিয়ে যাওয়ার কথা নয়।
তুমি নিয়ে আসছ তো? সেই স্মৃতিগুলো,
তোমার বুকে আমার দীর্ঘশ্বাসে শুকিয়ে যাওয়া স্মৃতিগুলো ?
কিছুই জানতে দাওনি, আজও।

ঘড়ির কাঁটা আজ আরও দ্রুত,
একটু সময় দিতে পারত নিজেকে সামলে নেওয়ার জন্য।
কালও দেশ ছাড়ার ঠিক আগের মুহূর্তে খবর জানিয়েছ,
এই অপ্রস্তুতির জন্য প্রস্তুত ছিলাম না, আজ অসময়ে।

Arrival এ দু’ কাপ coffee শেষ করে ফেলেছি।
তুমি আসছ তো? আমরা প্রথম কথা কি বলব?
কিছুই কি বলার আছে? চোখে চোখ রাখতে পারব?
আমি অপেক্ষারত আজও, স্মৃতির কুয়াশায়। 

No comments:

Post a Comment