With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Sunday, September 25, 2011

সাদা শরীরী

ক্লাস ইলেভেন এর কথা মনে আসে,
যখন কারো শূন্যতা অনুভব করেছিলাম পাশে,
শুধু নির্দ্বিধায় তোমাকে করেছিলাম চুম্বন।
সবার মাঝে ছিল তোমার অন্বেষণ।

নাটকের রিহার্সালে কেউ না থাকুক, তুমি উপস্থিত।
এক চরিত্র থেকে অন্য চরিত্রে শেষ হতে ঠিক;
তারপর অন্য কারোর আশ্রয় নিতাম,
তার থেকেও ঠিক একই সুখ পেতাম।

জীবনের মোড় বদলেছে, বদলাওনি তুমি,
বেড়ে ওঠার কষ্ট তুমি জানো না, জানি আমি।
তোমার শুধু মোড়ক বদলেছে আর ঠোঁট এর রঙ...

এখনও তোমাকে আঁকড়ে ধরে পথ চলেছি;
যন্ত্রণায় তোমার আশ্বাস, বুক ভরা তোমার প্রশ্বাস,
বেঁচে আছি।


1 comment:

  1. লেখাটা কত সহজে নিজের কথা হয়ে ওঠে। আমার। এবং হয়তো আরো অনেকের।
    "বুক ভরা তোমার প্রশ্বাস/বেঁচে অছি" ` খুব সুন্দর! আরও লেখো ।

    ReplyDelete