With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Sunday, November 4, 2012

কফি আর এক বন্ধু


৩ বছর কেটেছে,
৩৩ বছর কাটবে,
আমরা কেউ কথা রাখব না।


কেউ লেখ, ঠিক উত্তর পাবো;
কেউ বুঝতে চাও, বন্ধু হব।
পুরনো Jeans এর পকেটে আজও
সম্পর্ককে বাঁচতে দেবো।

অসীম সীমা অভিমানের দেওয়াল;
পূর্ব অলিন্দে আমার চলাচল;
পশ্চিম নিলয়ে যোগাযোগ বিচ্ছিন্ন;
নিরুত্তাপ আজও বন্ধুত্বের সওয়াল।

হৃদয় কামার গড়েনি সে অস্ত্র,
গুমড়ানো রাগে অস্তিত্ব বিপর্যস্ত।
দেওয়াল যে আজও হল না ভাঙ্গা,
Latte এর flavor বদলে ফেলি আপাতত।

অপেক্ষা করে আজও দুটো চেয়ার;
তিনটে দশ; দুই বন্ধু, ফেরার।
Rue Saint- Dominique, ডান ফুটপাথ;
Napkin ছেড়ে গেলাম, ধারক কবিতার।

No comments:

Post a Comment