With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Friday, December 21, 2012

ঠোঙা



খবরের কাগজের ঠোঙা প্রতিদিনের ইতিহাস আঁকড়ে রাখে।
মানুষের ইতিহাস, সমাজের পরিহাস;
সুন্দরী মহিলাদের অহেতুক উপস্থিতি,
তাদের অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে।
আজ ক’জন কৃষক আত্মঘাতী?
মানুষ না ঝিঁঝিঁপোকা?
কে বেশী ঐক্যবদ্ধ?
কোথায় বন্যা?
কোথায় খরা?


ভূমিকম্প ?

খনি, বন্দুক, নিন্দুক, মিছিল, গণতন্ত্রের লজ্জা!
আপনার দুর্ভাগ্য! রাশিফল বিপরীত!
আর শ্লীলতাহানি?
কিমবা, থাক।

সেই সব ঠোঙাগুলোর ইতিহাসকে কখনও গুরুত্ব দেই নি;
ঠোঙার ব্যবহার কমেছে, মানুষ আজ বেশী ব্যবহৃত।

সৃজা, তোমাকে লেখা খোলা চিঠিগুলো বাতাসের বুকেই ঠেলে দিয়েছি।
আফসোস হয়নি কোনও, তোমাকেও তো আর জানতে চাইনি।
আজ এক ঠোঙায় তোমার খবর পড়লাম।
জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ে দিলাম,
ঠোঙার ওপর।

No comments:

Post a Comment