সে এক শরৎ
শেষে অকাল বৃষ্টি ছিল ভারী,
অজানা আবাহনের আগে করেছিলি দিন দশেক আড়ি;
অবুঝ বৃষ্টির ঝাপটা, না মানা ছাতা, সরল মন;
শূন্য বাস স্টপে একা, ভেজা শার্ট আর ইনটুইসন।
কৈশোরের শেষ বেলায় গাঢ় নোনতা চোখের জল;
মিশ্রক শহরের আম্লিক শ্রাবণধারা,দ্রবণ বিফল।
বুকে এক কবিতা সেইসময়,”পাগলি তোমার জন্য”;
পাগলি, তুই আজ এলি, সাক্ষী রইল না জনঅরণ্য।
প্রতিদিনের চিঠি বদল, লালচে ফিসিক্সের নোট;
জলপাই শালোয়ার, নিংড়ানো অহংকার, নীলচে শীতল
ঠোঁট।
বিসর্জন দিলাম দুজন সব চক্ষুলজ্জা; রইল
গ্রীবার ক্ষুধা;
অন্তত একটা বুলবুলি পাখির বাসার বাসনা আর
বর্ধিষ্ণু বাঁধা।
অপেক্ষারত আড়াই তলার চাতাল, মাতাল অচেনা
গন্ধ;
প্রথমবার ঠোঁটে চাপা কোমলতম জৈবিক আপ্লুত
স্পন্দন।
সমর্পিত তোর দীর্ঘশ্বাস, ফেরানো কোপাই এর
অভিমান;
অদ্ভুত শীতলতার কম্পন শেষ, ঘামের বিন্দুর
শিহরন।
আমরা বুঝিনি কি করেছি, বুঝতে চায়নি সভ্য
প্রজাপতি।
উড়েছিল ধীর হামিং বার্ড, একটা পাপড়ি হারাল
দোপাটি।
তুই, দুই বাহুর অন্তরালে; পাইনি সেই শক্তির
খোঁজ।
গোধূলি গিয়ে সন্ধ্যে নামল, ঘড়ির কাঁটার ধ্বনি
নিখোঁজ।
আজও মাঝরাতে, অনুভূত সান্নিধ্যে, তোর
স্পর্শের অপেক্ষায় প্রজ্ঞা;
স্নাত গোবি মরুভূমির অকাল বৃষ্টিতে, সুপ্ত
আমিত্বের সংজ্ঞা।
No comments:
Post a Comment