দূরে কোথাও দূষিত কুয়াশা আজ ধোঁয়াশা;
পাহাড়ের সদ্য সবুজগুলো এখানে স্নিগ্ধ।
বৃষ্টির শব্দে যদি ম্লান হয় টেলিফোনের
আওয়াজ,
ভয় নেই অবনী,
তুমি তো বাড়ি ফেরনি!
তারপর কত টেলিগ্রাম, চিঠি; মুখ ফেরাল চৌকাঠ;
আজও কুলুপ আঁটা তোমার দরজা, ওপাশে
কুরুক্ষেত্রের মাঠ।
তপ্ত সময়ে ব্যস্ত রথের চাকা উদ্ধারে;
তবে তোমার ঠিকানা কি অবনী?
কেন পালিয়ে বেড়াচ্ছ? কেন ফেরনি?
সেই সময় বহুদিন অতিবাহিত, অনেকটা স্মৃতির
জঙ;
তবু কালো অভিশাপ যদি জড়িয়ে আসে মায়ের কোল,
সেই রাতের প্রহরী হয়ে ফিরতে পারবে না?
কথা দাও অবনী।
তুমি তো আজও ফেরনি!
No comments:
Post a Comment