তোমার সাথে আলাপ বছর তিন আগে;
আলাপ সেই প্রেমের শহরে, এক তারা ভরা রাতে।
আজও আশ্চর্য হই, কেন সেদিন মেঘ সরে গেলো?
মধ্যরাতের প্যারিস, খুব শীত বেড়ে গেলো হঠাৎ
করে।
তুমি চশমা খুলে দিলে, নরম পশম নামিয়ে দিলে
গলা থেকে;
শেষ পেগ অর্ডার দেওয়া হয়ে গেছে কখন বুঝতে
পারিনি।
আজ দুপুর থেকে তোমার চুলের ঘনত্বে হারিয়ে
গেছি।
জেনেভা থেকে সোজা উড়ে এসেছি, কাজের ওজুহাত
সবাই দেয়।
প্রেমিক হিসেবে পরিচয় দিতে চাই না, নীল চোখের
নীলকণ্ঠ পাখি তুমি।
মিথ্যে নয়, সদ্য হারানো প্রেম ভুলতে
চেয়েছিলাম শরীরের দাবীতে;
রাত দুটো, দু’জন হাঁটতে থাকলাম, তপ্ত আমার
ওভারকোট।
খালি রাস্তায় তুমি আমার দুই গাল চেপে ধরলে,
শীতল হাত;
আমার ওষ্ঠ বন্দী বিশ সেকেন্ড; বললে ক্ষমা
করতে।
আজ আবার প্রথম চেনা মুখ তুমি, বিশ্বাস করো;
আর ক্ষমা করতে চাই না, তুমি জানো, আমি জানি;
এই তিন বছর কাদের থেকে পালিয়ে বেড়িয়েছি? তুমি
বল।
ফিরিয়ে দাও আমাকে সেই রাত; কথা দিলাম, আর এই
রাত ফিরবে না।
No comments:
Post a Comment