With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Saturday, September 22, 2012

কিছু পাওয়া, কিছু না পাওয়া


চাইছি আজ কিছু অভিমান,
     চাইছি কিছু অক্লান্ত দুঃখ;

চাইছি একটা মনের ব্যবধানে
    জ্যোৎস্নাময়,ফাঁকা অন্তরীক্ষ।

ফেরাতে চাই কৈশোরের কবিতা,
     তিতাসের জলে ভাসান;

বেনামী সম্পর্ক পাক ঠিকানা,
     অজ্ঞাত বিবেকের ফরমান।

চেয়েছি তোমার মনের চৌকাঠে,
     নীল অপরাজিতার স্বপ্ন বেনীল;

সপ্ন ভঙ্গের দায়িত্ব, সত্যি কার?                          
      নির্ঝরের উপলব্ধিতে গড়মিল।  
                                                                      
কুড়োতে চাইনা কোনও কৃতিত্ব;
    কবিতায়, কালের নিরুত্তাপ;

তবু কেন চাই আরেকটা শুরু,
    অন্য ঠোঁটে ভেজা কফির কাপ?

আমার আলস্য, গরিমায় ভস্ম,
     নির্লজ্জতা শুধু সময়ানুবর্ত;

সাময়িক সুখের অসুখ পোহাতে,
     মেনেছি অভিমন্যুর শর্ত।

ভাবনি আমার কথা, বনলতা,
      আজ প্রীতীশের লিপিতে ক্ষুব্ধ;

চেয়েছি তোমায় প্রতি মুহূর্ত,
       আমি লাশ কাটা ঘরে অবরুদ্ধ।

চেয়েছি ক্লেশ, কিছু উদ্বেগ,
       এক চন্দ্রিল রাতের গনতন্ত্র;

সময় রক্ষা অসময়ের স্বার্থে,
        তবু অসময়ে সময় নির্লিপ্ত।


                               

No comments:

Post a Comment