With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Thursday, May 31, 2012

এক পরাজিতার উপাখ্যান

(This poem is inspired by @Mittermaniac 's THE MELANCHOLY GIRL )
 

মনে ভর করা সব গ্লানির যন্ত্রণায়
আনমনে কখন খুলে দিলে বহির বিশ্বের জানলা;
অশ্রুস্নাত ঢুলু ঝাপসা চোখ মেলে দিতে চাইলে সুদূরে;
প্রতিফলিত সূর্যরশ্মি ধেয়ে এলো সব সূত্র অতিক্রম করে,
গাছের পাতায় কুঁকরে থাকা ঝুরি বরফের থেকে।
বুকের প্রতিটি পাঁজরে অতিবাহিত আবেগজাত  যন্ত্রণা
অস্তগামী সূর্যের দৈনিক সন্ধ্যারাগকে দিগভ্রান্ত করেছে আজ।
আবার সেই পরাজিতাকে দেখতে পেয়েছ কি?

সেই দুটি চোখের অনেক গভীরে, কোথাও আজও
পাগলের মত খুঁজতে থাকো- নদী, পাহাড়, বিদ্যুৎ, অশনি।
তেপান্তরের মাঠের শেষে সেই যুদ্ধে সত্যি কি তুমি বিজয়ী?
হারিয়েছ! পক্ষীরাজে বসা স্বপ্নের রাজপুত্রকে? নাকি প্রেমকে?
চোখের পলকে, হৃদয়ের গোপনে, একাত্ম হওয়ার স্বপ্ন ভেসে থাকে।
ভূপৃষ্ঠে, পাতালে, অন্তরীক্ষে, “অলকানন্দার জলে”, শুধু শরীরের ইচ্ছে।
সেই পরাজিতা এখনও সামনে হেঁটে চলেছে।

চোখের নীচে বহুযুগের কালশিটে; অরমণীয়, মূর্ছিত লাঞ্চনার
গ্লানিতে অবগুণ্ঠিত ফুলে ঢাকা সেই পর্বত চূড়া,
যেখানে শোকস্তব্ধ সে; অপরাজিত দূরত্ব কেবল বর্ধিষ্ণু।
পক্ষীরাজের ডানার ঝাপটায় শেষ হোতো অন্তহীন অপেক্ষা, এক নিমেষে।
প্রশ্ন কর, তুমি কি সেই পরাজিতা?

1 comment:

  1. :) Did the English one come first? Because, For me, I started in Bengali - I have a huge notebook full that inspired the english ones in the beginning before they found their own voice.
    ~
    t

    ReplyDelete