With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Friday, April 27, 2012

প্রাপ্তমনস্ক


সৃষ্টি, স্থিতি, প্রলয় বন্ধ, কণ্ঠরুদ্ধ লালন;
আবেগের cupboard  বন্ধ, শূন্য hanger এর সম্মেলন।
লিখতে বল আরেক কবিতা, নিংড়ে পিটুইটারির স্খরন;
টিকটিকি ফাঁকা আওয়াজ মারে, ভাষার নির্বাসন।

ওহে পাঠক, তুমি ঘাতক, অকারণ চাও grey cell শুষতে;
তোমার বেঠিক, আমার septic , শুধু tax free  বাজে বকতে;
যত কব্জাও, তুমি শয্যায়, ভুল রণনীতি রুখতে;
বিছানার যুদ্ধ, বিপ্লব রুদ্ধ, গান্ধারীকে দেখতে দিতে।

ওহে নিন্দুক, পরচর্চার বন্দুক, নিজেকে target করতে;
ভরা বিষঘ্রান, স্তব্ধ পেন্ডুলাম, নারীর স্পন্দন free তে;
জটিলতার drama, কাকতালীয় ক্ষমা, সরলতা back seat এ;
বলে কোথা উধাও? ভানুমতীর clone টাও, ফল্গুর ফেরীতে।

ওহে সৃজা, আক্রান্ত মজ্জা, infectious কথার স্রোতে;
শেষ চুম্বন, যৌনতা অনুপম, বিজিত বীর্যের খরস্রোতে।
ভোরের চারুলতা, রাতের বনলতা, নেমেসিস বুকে পেতে;
দিয়ে চম্পট, বালিশের বিভ্রাট, চাদরের গন্ধ শুষ্ক ঠোঁটে।

ভেদাভেদ আমাতে তোমাতে, অযথা ঈর্ষার সিংহাসন;
রাজমুকুট ধার দেব, কেড়ে নিয়ে হৃদয়ের আস্ফালন।
ক্রন্দন ক্রুশবিদ্ধ! নিজ হাতে অবাক হেমলক পান;
নিজেকে যাচাই করতে, উপস্থিত কপাট বন্ধের ক্ষণ।

No comments:

Post a Comment