With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Tuesday, March 13, 2012

কষ্ট


কষ্ট খোয়াই এ সেই সন্ধ্যেবেলায়
নিজের মনে আওড়ানো লাইন এর ছিল,
কষ্ট Silver Grill এ প্রথম Beer এর চুমুকে ছিল।
কষ্ট নীরার ছিল, সব যুগের বনলতাদের ছিল,
কষ্ট আলতাফ ফকিরের বাঁশীর ছিল, কষ্ট সুমনের ছিল।
কষ্ট ফেলে দেওয়া প্রথম সিগারেটের অভিমানে ছিল,
কষ্ট বন্ধুর জন্য পরাজিত সরল বিশ্বাসে ছিল।
কষ্ট ছিল সেই সব রাতে না আসা কবিতাদের
যখন ভাঙ্গা আয়নায় নিজেকে বারবার দেখতাম।
কষ্ট উপেক্ষার, বিড়ম্বনার, সব হারানো একটা শহরের ইতিকথার
কষ্ট সারি বেঁধে চলা পিঁপড়ের দলের, তিন শালিকের, ভোরের কাকের।
কষ্ট নদীর; তার উৎস জানা, স্রোত প্রবাহ অজানা।
কষ্ট গাছের; তার ভয় শিকড়ে, সারা শরীরে বিষক্রিয়া।
কষ্ট থাকে, থাকতেই হয়, আজও প্রতি রাতে, মুহূর্তে,
দুই শরীরের জৈব তড়িৎ প্রবাহে, বিদ্যুৎপৃষ্ঠ মনে।
রয়ে গেলাম, তাই খেই হারানো “নেই” এর কষ্ট হল।
আমি স্বার্থপর, আমার কষ্ট নেই।

No comments:

Post a Comment