With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Wednesday, January 11, 2012

আজব কথা


পাশ ফিরে শুয়ে পর, দেখ তাকলা মাকান,
কস্তূরী নাভির ঘ্রাণ, দূরের আজান।
মনে কর সব শিরাগুলি শহরের অলিগলি,
দূষণ সবার নিঃশ্বাসে, সাঙ্কেতিক নামাবলী।
কোন গোধূলির মায়া পেরলি? দেড় কুড়ি পার;
হাতের রেখা, আজব কথা, গল্প কেশ ঝরার।
কাঁচের স্বর্গ? হায় দুর্ভাগ্য! পৃথক সবার দায়;
সুদিন চার আনার, বারো আনা কার ভোগে যায়?
আজ কা অর্জুন, করেছে বর্জন, আস্ত মেরুদণ্ড;
কত আর খাবি রোজ একই ঘ্যাঁট, পাঁচমিশালির স্বাদ পণ্ড।
ভরসা আধডুবো আদরের নৌকো, আহা বালাইষাট!
আর যে সব কোথা ভেসে গেলো? মার্কেট লোপাট!
ধ্রুবতারা চলে ট্রেনের সাথে, চোখ মিটমিট করে;
সেলর কবে হারিয়ে গেছে, টেলর ব্যস্ত বোতাম উদ্ধারে।
কবিতা যদি প্রহসন, উষ্ণপ্রস্রবণ তোর মন;
মুহূর্ত বেচিস পাগল রে তুই, মহাকালের পিওন।
জল-বাতাসায় জ্যান্ত নোট, নেতিয়ে কাগজের বৌ;
বেডরুম, গুড়ুম গুড়ুম, ভিন্ন আত্মার ভউ ভউ।
বছর শুরু, কালি নাছোড়বান্দা, কলম ভয়ে ভয়ে কহে;
তাকলা নয়, টাকলা মাকান; তবে মাকান কামান নহে।

No comments:

Post a Comment