With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Friday, October 14, 2011

কাল

আজকে মরেছি কালকের জন্য, কাল হয়েছে কাল;
কালকে বাঁচব, ফিকে আলো বলে ফিরছে সকাল।

সকাল হয়েছে সেকেলে বড়, ধুঁকছে কালের অভিমান,
অতিরঞ্জিত বিকেলে শুধু গোধূলির অবসান।

মানুষের ভুলে ফুঁসছে যত কাল হয়েছে গত,
ফিরছে আকাল তাই আজকাল, একটু হও সংযত।

যদি আজকে বাঁচি ধ্বংসস্তূপে, বিলীন হওয়ার প্রাক্কালে;
কালকের ভোর নাকাল তবে, কেবল লাসের খোঁজ মেলে।

প্রতিদিন কাল তাই আজকাল বর্তমানের হাত ধরে,
কালকের কাল রক্তিম ছিল অযথা বিপ্লব করে।

বাম ঘেঁষে যদি আকাশ ছুঁয়েছ, নামবে ডান ঘেঁষেই তবে,
সকাল বিকাল দুই বেলাতেই আকাশ লাল হবে।

হলদে জল দেখেনি মানুষ, লাল নদীতে বয়ে গেছে,
কালের স্রোত মাটি ফুঁড়ে তাই এগিয়ে আগামীর কাছে।

মহাকাল থেকে প্রতি কাল, মানুষের সুখে উদ্বুদ্ধ;
হৃদয় গহ্বরে দেওয়াল ঘড়ির মুহূর্ত স্তব্ধ।

No comments:

Post a Comment