With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Thursday, October 6, 2011

লবঙ্গ লতিকা

 তোমার চলন গমন নেই, নও তুমি লতা,
সুরেলা কণ্ঠ নয়, নেই কোনও শ্রোতা ।
জিভে গজা অ্যাডাম হোলে, তুমি এক নারী,
দুটি লবঙ্গ কানের দুল, রসে ভেজা শাড়ী।
শরীর জুড়ে শুধু তোমার ডালডার সুবাস,
অন্তরে সুজির পুর অল্প দিলে, ফাস্ট ক্লাস।
 বাইরে অনাবিল তোমার রসের বাহার,
লবঙ্গ ফুলের গন্ধে আমি ছারখার।
বহুযুগ পাইনি দেখা প্রবাসে তোমার,
পরকীয়া প্রেম চায় স্বাদ নিতে বারবার।
আছে নামের বাহার, রূপের মাধুরীতে ঢাকা,
শুধু চুমু খেতে গেলে, আমার পকেট ফাঁকা।

No comments:

Post a Comment