With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Tuesday, September 27, 2011

একটা শহরের ইতিকথা


বদলে গেছে আমার শহর জানি, বদলে যেতে করেনি আমার ভয়,
পকেটে খুচরো পয়সার ভার, মনে ছিল অক্লান্ত সাশ্রয়। 

যুগের বোঝায় ফ্যাকাসে হওয়া নিওন আলোর বিলাসিতা,
ভোরের কুয়াশায় নিখোঁজ ট্রাম লাইনের রোজকার গল্পকথা;

চারমিনার আর কফির চুমুকে বিপ্লব শাশ্বত,
টেরেসার সেবা ক্ষীণ হোয়ে আসে,নাম পায় শুধু পথ।

মিছিল শুনলে মনে তিক্ততা,কিছু অকারন সংশয়,
সামনের সারি পিছলায় সদা, রাজার নীতির জয়।

কিছুই ছিল না, ছিল না তবু, না পাওয়ার প্রয়োজন,
ছিল হতাশা, বাঁচার আশা, অফুরন্ত জীবন।

অভিযোগ শুধু নিজের কাছে, দাবী থেকে যায় সবার,
হারাতে শহর ভয় পায় আজ, ছিল উৎকর্ষতা সার।

আকাশের তারা ঢেকে দিয়ে যায় টাওয়ার এর লাল আলো,
তার নীচে বাঁচে স্বার্থপরতা, শহরের রঙ কালো।

স্মৃতি থেকে যায় শহরের বুকে শুধু হারানোর গল্পের,
কলমের কালি উদ্বায়ী হয়, শত্রু সে সাদা কাগজের।

যদি আজও থাকে প্রাণ, শহর আমার শ্বাস নিক বুক ভরে,
থাক পিছুটান, এগিয়ে চলুক, সময়ের হাত ধরে।

ফিরতে চাই শহরের কাছে, নিজেকে ফিরে পেতে,
বন্ধুত্বের হাত আমি বাড়ালাম, যদি শহর পারে চিনতে।



3 comments:

  1. 'ei sohor jaane amaar prothom sob kichhu, palaate chaai joto se....'

    "Thake pichhutan-Egiye choluk': ei holo saar-kotha!

    ReplyDelete
  2. Baah! Besh bhalo lekha. Aaro lekho.

    ReplyDelete
  3. Khub shundor hoyeche! Aro lekha portey chai tomar.

    ReplyDelete