With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Thursday, April 21, 2011

কিসের সংজ্ঞা ?

সংজ্ঞার ইতিহাসে সংঘাত যত!
কারো লেখনীর ধার, কারো মুখের প্রলাপ-
আমরা জানি, সেটাই নাকি সংজ্ঞা।

কেউ মদ বেঁচে দুধ খায়,
 কেউ দুধ বেঁচে মদ খায়-
এর থেকে কিসের সংজ্ঞা বের করবে?

তোমার সংজ্ঞা, আমার সংজ্ঞা, সবার সংজ্ঞা-
শুধু সংকোচে সুপ্ত সংগ্রাম করে।

No comments:

Post a Comment