With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Saturday, March 26, 2011

রূপালী জাফরি (সাল ২০০৪)

(বাংলাদেশ এর বন্ধু রেজওয়ানুর রাকিব চৌধুরী কে উৎসর্গ করলাম)

তিন বছর আগে তোমার মুখোমুখি হয়েছিলাম।
আজকে আবার তোমার সামনে দাঁড়িয়ে।
তোমার ওপাশের জগত টা এখন আমার নিত্যসঙ্গী,
নিত্যসঙ্গী তোমার ভালোবাসা আমার অর্ধমগ্নতাকে।

আজ আমার অন্ধকারে কেবল একটা মোমবাতি জ্বলে।
তোমার আলো আন্ধারীতে ছিল "ক্যার লেস হুইস্পার"।
আজ আমার জানা অজানা অনেক কিছু,
তাই সেই হুইস্পার মোমবাতির শিখা কে বাম দিকে ঠেলে দেয়।

ষোল তে ষোল আনা ছিল বন্ধুর হাসি,
আর ছিল তোমার মন্ত্রময় ছায়া।
আজ তোমার ওপাশে আবার যেতে হবে।
মনে প্রশ্ন জাগল, "যেতে পারি কিন্তু কেন যাব?"

1 comment: