With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Tuesday, August 20, 2013

সহজাত মানব





হে মানব, আমি সহজ হতে চেয়েছিলাম।

এঁদোগলির মধ্যরাত, পদস্খলিত মদ্যপ মন;
পকেট শূন্য যৌনতা, নিঃস্পৃহ ৬৯-এর হরমোন।

হে মানব, আমি আরও সহজ হতে চেয়েছিলাম।

বিভ্রান্ত লক্ষ্য, অভ্রান্ত ক্লেশ, মানবজীবন অযৌক্তিক বেশ,
ক্ষণজন্মার পরজন্ম আসন্ন, বিদীর্ণ গর্ভের অক্লান্ত রেশ;

হে মানব, আমি শুধু সহজ হতে চেয়েছিলাম।

No comments:

Post a Comment