With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Saturday, August 17, 2013

আলাপী মেয়ের গোলাপী আকাশ





কাল খুব বৃষ্টি হয়েছে শুনলাম তোমার দেশে, ঠিক সন্ধ্যে নামার আগে;

বৃষ্টি শেষে, তোমার গোলাপী আকাশের ছবি দেখতে ভারী অদ্ভুত লাগে!


আলাপী মেয়ে, তোমার গোলাপী আকাশ!
মেঘের গায়ে ঘুড়িটার রঙ কি ছিল?
লক্ষ্য করনি তো?
জানি আমি।


মানি আমি, সেই বৃষ্টির নিস্তব্ধতাকে;
যতদূর চোখ গেছে, খুঁজেছ তাকে;
বোবা মন, প্রবাসী কাকের বিস্মিত ক্ষণ,

ভেজা জানলায় ডাক দিয়ে যায় সুদূর প্রেমিকের গ্রামাফোন। 

No comments:

Post a Comment