With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Sunday, December 30, 2012

তুমি, আমি ফেরার!


যখন বুঝিনা ঠিক কি চাইছি-
ডিলানের উত্তরগুলো হাওয়াতেই ভেসে যায়।
প্রখর যন্ত্রণায় শীত ঘুম ঘুমাতে পারি,
বিবর্ণ বিবর বর্বর এই কালবেলায়।

স্বেচ্ছায় একা হয়েছি, সবার ছিল সায়;
অপমান কর আমাকে, আমিত্বকে নয়।

পরিবর্তিত লয়, বিলম্বিত হয়; প্রতিশ্রুতি ভেজা দুই গাল
শুষ্ক থাকতে চাওয়া সূক্ষ্মতার ছকে আটক বারেবার;
যতক্ষণ দোদুল্যমান নিজ মনের রূপোর কাঠি,
ভালোবাসা নামে খঞ্জনা পাখী হয়েছে ফেরার! দেদার।

অর্ধমগ্নতায় অনিশ্চিত, মানুষের মিছিল ভেঙ্গে গড়ার;
দৈনিক নৈতিক মৃত্যু মনে করায় কর্ণ হওয়ার অধিকার।

আসলে আমি, তুমি ফেরার! দেদার!

No comments:

Post a Comment