With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Saturday, January 28, 2012

শাশ্বত তবু সারস্বত

সাতকাহনের দিনযাপনের চূড়ান্ত বিভ্রাট,
বিদ্যে বুদ্ধি কি আর দিলে মা? বোকা বাক্স সম্রাট।

অর্থনীতি মানে পকেটনীতি, কালো টাকায় নীতি কাত;
সজ্ঞানে বিজ্ঞান অজ্ঞান হতে চায়, আগ্নেয়াস্ত্র অজুহাত।

ভূগোল মানে কমছে গোল, কাটাকুটি খেলে রাষ্ট্রবাদ;
ম্যাপে বর্ডার দেখায় কুঞ্চিত, ইতিহাসের ক্লান্তি অবাধ।

জিনে জিনে ধুনোর গন্ধ, মিথ্যে প্রতিশ্রুতির গঙ্গা জল;
সাদা হাঁসের পাখায় লাল, পেটকাঠি  ভোকাট্টা অনর্গল।

বেদ বেদাঙ্গ বেদান্ত, অক্লান্ত অন্তহীন পর্যায়;
বিদ্যার স্থান প্যাডে ল্যাপে, বল্মীক পুস্তকে ডেরা বানায়।

জ্ঞান, সে তো মা করমুক্ত, নির্লিপ্ত করের ফরমাশ;
দোয়াত শূন্য কালি, দধিকর্মায় বিষাক্ত ব্যাসিলাস।

তবু কর জোরে অঞ্জলী , ফুলের ভ্যাপসা পুরনো বাস;
মনসিজ মায়ের আশীর্বাদ, মস্তিষ্কে যুক্তির কারাবাস।

No comments:

Post a Comment