With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Sunday, November 13, 2011

ছেলেমানুষির গান

ফিকে হওয়া কিছু স্বপ্নের রঙ, ভাঙ্গা কার্নিশে রোদ্দুর পোহায়।
ছাদের শালিকগুলো ওড়ে, ভো কাট্টা  ছেঁড়া ঘুড়ির ইশারায়;
কোপাই এর তীরে ফেলে আসা গান, লাটাই এর সুতোর সেই পিছুটান,
যদি ভাবি আজ সব অবসান, ফেলে আসা ছেলেবেলার গান
-সেই ছেলেমানুষির গান।

পাথুরে চেল এর ধার ধরে, খুঁজে পাওয়া কবিতার আবদারে
পালাতে চেয়েছি বারবার, যখন প্রথম শরীর দুটো গেলো সরে।
চেষ্টা করেছি আপ্রাণ, শিখতে জীবনের গান,
পকেটে শুধু রয়ে যায় ,"হাফ চকলেট" নিষ্প্রাণ
-সেই ছেলেমানুষির গান।

শেষ কবিতার হাত ধরে যদি "শেষের কবিতা" হয় আবার শুরু;
কবিতা নিজের মানে বোঝে না, কবিতা হয়ে রয়ে যায় শুধু।
নির্জনতার পালাগান, শিথিলতায় ক্লোরোফিল ম্লান;
কাঁসাই এর জল শুষে নেয়, শুকনো ক্যাকটাসের মরূদ্যান
-সেই ছেলেমানুষির গান।

একটা সন্ধ্যেবেলায় যদি, হঠাৎ মনের জানালায়;
চিলেকোঠার গন্ধ খুঁজে পাও, আজও কারো অপেক্ষায়,
কোনও কথা বোলো না, আজ হারিয়ো না
-সেই ছেলেমানুষির গান।

No comments:

Post a Comment