With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Saturday, May 14, 2011

কখন লিখি?


শূন্য যখন পূর্ণ হতে চায়,
শূন্যতা যখন মধ্যস্ততা চায়,
বিদ্যুতের তারে বসে থাকা কাকের দলে যখন একটি মরে যায়,
-তখন লিখি।

কারো চিন্তায় চোখ বুঝলে যখন গরম শালের উষ্ণতা পাই,
মধ্য আঙুলের অগ্রভাগ থেকে যখন এক ফোটা জল ঝরে পড়ে,
অর্ধমগ্নতা যখন যুক্তিবাদী হতে চায়,
-তখন লিখি।

অপেক্ষার অন্ধকারের পর যখন আলো দেখি,
বসন্তে যদি সবুজ পাতা না দেখি,
যদি “বোতামবিহীন শার্ট” টা না খুঁজে পাই,
-তখন লিখি।

মাঝরাতের টেলিগ্রাম আর এখন আসে না ঝড় তুলতে,
নিজের ওপর ঘেন্না করলে লিখি।

No comments:

Post a Comment