মানবনীতির দোরগোড়ায় পৌঁছানোর ম্যাপ পকেটে নেই।
প্রিয়তম, চিন্তা কোরো না-
এক ডুবসাঁতারে পার হয়ে যাব আমরা সারাটা পথ।
শুধু আকাশের গায়ে, সহস্র তারায় তোমার আশাকে বাঁচিয়ে রেখ।
এ শুধু রোমাঞ্চকর স্বপ্ন নয় !
তোমাকে নিয়ে চন্দ্রাভিযানে যাব, প্রিয়তম;
যেখানে আমরা, আমরা হয়ে বাঁচব।
আসা যাওয়ার দুটো টিকিট আছে।
- গাবলু
No comments:
Post a Comment