তোমার কুয়োর জলে, আমার চাঁদকে লুকিয়ে রেখেছিল
যে কবি,
তার তথ্য তিস্তাকূলের মেঘপিওনের হাতে পাঠিয়ে
দিয়েছি অনেকদিন।
এই পিওনকে আগে দেখেও দেখিনি, বিশ্বাস কর!
মিষ্টি শিউলির গন্ধে, এক ভোরের কুয়াশায় ঋতু
বলে গেলো তার কথা;
আমার ঋতু বড়ই বৈচিত্র্যময়ী, চিরকালের কালশিটে
বিনোদিনী সে।
তারপর জানি না, মনে নেই কবে, সেই কবিই নিল
অজ্ঞাতবাস;
হয়ত Antrim এর উপকূলে,
অগ্ন্যুৎপাতের যুগে,
ঋতু সাঁঝবাতি হাতে
সাগরের জলে
খুঁজে বেড়াত আমার চাঁদ।
হ্যাঁ, আমার চাঁদ! যার পূর্ণতায় আজ ঋতুর
স্বেচ্ছা কারাবাস।
পৌঁছে যাব একদিন আমার চাঁদের কাছে, ফিরে যেতে চাই;
পথনির্দেশিকায়, ঋতুর ফেলে আসা টুকরো টুকরো
পরিচয়।
No comments:
Post a Comment