With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Tuesday, March 19, 2013

মন মেরু




চিত্ত ব্যাপ্তির ঠিকানা আত্ম বৃত্তের সীমানায়,

যদি কেড়ে নিতে চাও আমার বরফ-

আমার না করার মত অভিমান সঞ্চিত নেই।

আমাকে না করার জন্য আছে হিমেল বাতাস আর

সুমেরু বৃত্তের আকাশে মাঝরাতের দীপশিখা।

দুই বৃত্তের মিলন আবেগের জ্যামিতি মানে কি?

আমার মনের পরিধি বড়ই বন্ধুর, পিছল, ক্ষুদ্র।

আমি যে মানুষকে ভালবেসে ফেলি সহজে!

No comments:

Post a Comment