With Myself

With Myself
"কত কি করার আছে বাকি "

Thursday, October 11, 2012

ভ্রান্তিবিদায়


ফাঁড়ি কেটেছি, আড়ি বোলোনা;
আজ মাটি পেয়েছি, জল সেচনা;
ভুবন নামের অচিন লোকে,
মানুষ বলতে, দেবতা চিননা।

এই সময় আত্মঘাতী!
কর্কট অথবা সংক্রান্তি!
ভিন্ন ধারা, প্রশ্ন সারা,
উত্তর দিতে কিঞ্চিৎ ভ্রূকুটি।

ফিরব বললে ফেরা যায়
যদি দাবীতেই পথ ফুরয়।
শপথ নামের আরেক ফাঁদে,
ভোরের আলো গোধূলি রাঙায়।

উন্নত কার শির?
যদি বেঁধে থাকো সেই নীড়;
যেথা, ধূসর গাঙচিলের হানা;
যেথা, সংরক্ষিত বোকামির ভিড়।

মোর নাম কি বলে খ্যাত হোক?
হতে পারবো না তোমাদের লোক!
বন্ধু, তোমরা ফিরবে, আবার জুড়বে;
বিদায় কালে,আপন হওয়ার শোক।

No comments:

Post a Comment